About Us

Tusi Collection – শাড়িতে কথা বলে যেই গল্প

শাড়ি—শুধু ছয় গজের এক টুকরো কাপড় নয়, এটি একটি ইতিহাস, একটি সংস্কৃতি, একটি আবেগ। নারীর আত্মপরিচয়, তার রুচি ও শিকড়ের সঙ্গে মিশে থাকা এক অনন্য প্রতীক। ঠিক সেই জায়গা থেকেই জন্ম নিয়েছে Tusi Collection — যেখানে প্রতিটি শাড়ি গড়ে তোলে একটি গল্প, বুনে যায় এক অনুভব।

শুরুর পেছনের ভাবনা

Tusi Collection এর শুরুটা একদম হৃদয়ের কাছের একটি ভাবনা থেকে। আমরা বিশ্বাস করি, বাঙালি নারীর পরনে শাড়ি মানেই নিজস্বতা, সম্মান ও সৌন্দর্যের এক অপরূপ প্রকাশ। কিন্তু সেই ঐতিহ্যবাহী শাড়ির দুনিয়ায় আমরা চেয়েছি একটু ভিন্ন স্বাদ আনতে — এমন কিছু, যা আধুনিক নারীর সঙ্গে তাল মিলিয়ে চলে, আবার হারিয়ে না ফেলে শেকড়ের টান। সেই স্বপ্ন থেকেই তৈরি হয় Tusi Collection।

আমাদের মিশন ও মূল্যবোধ

আমাদের প্রধান লক্ষ্য হলো, নারীর স্টাইল ও সংস্কৃতির মাঝে এক সুন্দর ভারসাম্য তৈরি করা। আমরা শুধু একটি ফ্যাশন ব্র্যান্ড নই—আমরা একটি ভাবনার বাহক। প্রতিটি শাড়ি যেন হয় একেকটি চরিত্র, যেখানে ফুটে ওঠে নারীর ব্যক্তিত্ব, তার আত্মবিশ্বাস, এবং তার সময়ের ছাপ।

আমরা স্থানীয় তাঁতি ও কারিগরদের সৃজনশীলতা, দক্ষতা এবং পরিশ্রমকে মূল্য দিই। তাই Tusi Collection-এর প্রতিটি শাড়িতে আপনি পাবেন খাঁটি দেশীয় কারুকাজের ছোঁয়া, যা একদিকে ঐতিহ্যবাহী, অন্যদিকে আধুনিক।

আমাদের সংগ্রহ

Tusi Collection-এ রয়েছে বিভিন্ন ধরণের এক্সক্লুসিভ শাড়ির সম্ভার—বেণারসী, জামদানি, মসলিন, সিল্ক, কটন, লিনেন ইত্যাদি। প্রতিটি শাড়ি ডিজাইন করা হয় দারুণ যত্ন ও পরিশ্রম দিয়ে, যাতে তা হয় চোখে পড়ার মতো এবং পরিধানে আরামদায়ক। আমাদের ডিজাইন টিম সবসময় চেষ্টা করে ট্র্যাডিশনাল রূপের সঙ্গে ট্রেন্ডি রুচির সমন্বয় ঘটাতে।

কেন বেছে নেবেন Tusi Collection?

  • আমাদের শাড়ি মানেই খাঁটি দেশি হাতের কাজ

  • দামে সাশ্রয়ী, মানে কোনো ছাড় নয়

  • প্রতিটি শাড়িতে থাকে একটি গল্প, একটি আবেগ

  • আপনাকে সাজায় ঠিক যেমন আপনি—সাজতে চান

  • দেশি কারিগরদের স্বাবলম্বী করার একটি প্রচেষ্টা

আমাদের স্বপ্ন

আমাদের স্বপ্ন খুব সাধারণ—বাংলাদেশের শাড়িকে বিশ্বমঞ্চে তুলে ধরা। আমরা চাই, দেশ-বিদেশের সব নারী যেন গর্ব করে বলে, “এই শাড়িটা Tusi Collection থেকে”। আমাদের বিশ্বাস, শাড়ির এই যাত্রাপথে আপনি আছেন, থাকবেন, এবং আমাদের সঙ্গে এক হয়ে রচনা করবেন নতুন নতুন অধ্যায়।

Tusi Collection — আঁচলে আঁকা ঐতিহ্য, স্টাইলে তোমার নিজস্বতা।

Back to blog